• ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২, ২৩ সফর ১৪৪৬

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৩ ফেব্রুয়ারি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৩:২৮ পিএম
পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৩ ফেব্রুয়ারি 
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। 

জানা যায়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীর ক্লাস করতে পারবে। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকবে এলাকাভিত্তিক পাড়ায় শিক্ষালয়। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

তবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে বিধিনিষেধ। 

Link copied!